Bihar flood 2019 analysis in bengali .বিহার বন্যা.




 bihar flood 2019 analysis in bengali

--------:বিহারের বন্যা :--------

Bihar flood,flood
Bihar flood

31 july 2019 : বন্যা বলতে সাধারণত কোনো অঞ্চলের মধ্যে দিয়ে অতিরিক্ত জল প্রবাহকে বোঝাই. বিভন্ন ধরণের বন্যার কথা আমরা আগে আমরা শুনেছি বা বিভিন্ন ধরণের বন্যা আগে দেখেছি, তার মধ্যেই  অন্যতম হল july 2019 এ ঘটে যাওয়া বিহার র  এক বিশাল বন্যা. এই বন্যার প্রকোপ এতটাই বেশি ছিলো যে, সেটা  দেখে সেখানকার সাধারণ মানুষ সহ সরকার ও চমকে উঠছিলো.

 বিহারে বন্যার কারণ :-----


               বিহার এর উপর দিয়ে প্রবাহিত নদী হল কোসি. যেটা নেপাল থেকে বিহার এর উপর দিয়ে প্রবাহিত হয়. প্রতি বছর বর্ষার সময় সাধারণত অগাস্ট  মাসে এই কোসি নদীর উপর দিয়ে অতিরিক্ত জল প্রবাহিত হয়, সেটা একটা সাধারণ ঘটনা. কিন্তু এত আগে জুলাই মাসেই যে এত ভয়াবহ বন্যা দেখা দেবে তা কেউ ভাবতে পারেনি. এর আগে এত ভয়াবহ বন্যার মুখে বিহার পড়েনি.

               ভারত ও নেপাল মিলে কোসি নদীর উপর নেপালে  একটা ব্যারাজ নির্মাণ করে  যার নাম কোসি ব্যারাজ.এর কাজ হল কোসি নদীর জল নিয়ন্ত্রণ করা. এই ব্যারাজ সাধারণত বর্ষার জল ধরে রেখে সেটা গরম কালে প্রয়োজন মত চাষের জন্য ছেড়ে দেয় , যাতে নেপাল ও বিহার এর নদী সংলগ্ন  চারপাশের এলাকায় চাষ -বাস ভালো হয়.

Bihar kosi river maps, napal and Bihar maps
Bihar kosi river maps



               কিন্তু অতিরিক্ত বৃষ্টি পাতের জন্য কোসি নদীর জলপ্রবাহ এতটাই বেড়ে যাই যে কোসি নদীর উপর নির্মিত এই কোসি ব্যারাজ সেই জল ধারনে সক্ষম ছিলো না. ফলে নেপাল সরকার বাধ্য হয়ে এই কোসি ব্যারাজ এর 56টি গেট খুলে দেয় যার ফলে অতিরিক্ত বিশাল জল কোসি নদীর মাধ্যমে বিহারে প্রবেশ করে এবং এক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করে.

ক্ষয় ক্ষতির পরিমান :----------


              31 july অনুযায়ী এখনো প্রযন্ত এই বন্যার জন্য প্রায় 127 জনেরও বেশি সাধারণ মানুষ এর মৃত্যু হয়েছে এবং আনুমানিক 46 লাখ 83 হাজার  সাধারণ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে.

                গোটা এলাকা জলমগ্ন থাকায় প্রায় কয়েক লাখ লোক এখন বসতিহীন. শুধু যে ঘর -বাড়ি চলে গেছে তাই নয় ভয়াবহ এই বন্যার কারণে অসংখ্য জমি নষ্ট হয়েছে, রাস্তা ঘাটে জান চলা চল একেবারে বন্ধ, গোটা রাস্তা জলময়. প্রায়  20-25 দিন থেকে গোটা এলাকায় বিদ্যুৎ বন্ধ, পানিও জলের সমস্যা এক বিরাট আকার ধারণ করেছে.বন্যার  জলে সমস্ত টিউবয়েল ডুবে আছে. গোটা বিহার যেন জনমানব বিছিন্ন হয়ে পড়েছে.

               এছাড়াও বিপুল পরিমান সম্পদ ক্ষতি গ্রস্ত হয়েছে. আসাম ও বিহার মিলে প্রায় 1 কোটি  50 লাখ মানুষ এই বন্যায় সব কিছু হারিয়েছে. বহু গৃহ পালিত পশু পাখি মারা পড়েছে. এক কথাই বলতে গেলে গোটা এলাকা সস্বান এ পরিণত হয়েছে.

Flood,asam flood
Flood

উদ্ধার কার্য ও ত্রাণ সরবরাহ :-


               বিহার এর এই ভয়াবহ বন্যায় যেহেতু অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ত্রাণ এর কাজও  সরকারের দারা খুব বড়ো পরিমানে হচ্ছে. উদ্ধার কাজের জন্য ভারতীয় স্থল, জল ও বিমান বাহিনী এর সৈনিকদের প্রচুর পরিমানে নিয়োগ করা হয়েছে. গৃহ হীন মানুষ দের অন্যত্র সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে. এছাড়াও হেলিকপ্টার এ করে পানিও জল ও আহার সরবরাহ করা হচ্ছে.  সাধারণ মানুষ এর কোনো ক্ষতি যেন না হয়ে তার দিকে নজর দেওয়া হচ্ছে, বিভিন্ন মিডিসিন ডিপার্টমেন্ট এর লোকদের কাজে নিয়োগ করা হয়েছে যাতে সাধারণ মানুষ ভয় না পায়. এছারাও বিহার সরকার প্রতি পরিবার কে 6000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও বলেছে.

 বন্যা সংক্রান্ত NASA এর রিপোর্ট :-----

Bihar and asam flood image, flood image
Bihar and asam flood image

           NASA এর মতে এই বন্যার মূল কারণ বিশ্ব উস্নাউন. পৃথিবী উষ্ণ থাকার ফলে জল থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমানে উৎপন্ন হচ্ছে. এই জলীয় বাষ্প নিয়ন্ত্রণ হারিয়ে কোথাও খুব বেশি বৃষ্টি পাত করাচ্ছে আবার কোথাও খরা দেখা দিচ্ছে. ফলে আসাম, বিহার এই সব অঞ্চল এ যেমন বন্যা দেখা দিয়েছে তেমনি পশ্চিমবঙ্গ এর মত এলাকায় বর্ষা কালে ঠিক মত বৃষ্টি হচ্ছে না.  যার ফলে ফসল তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি মানুষের সাধারণ জীবন যাপন ব্যাহত হচ্ছে.
                 

অনুদান :-----


                 আপনারা যদি বন্যা কবলিত বিহারের এই   মানুষ গুলোর পাশে দাঁড়াতে চান বা তাঁদের কিছু সাহায্য করতে চান তাহলে paytm বা phonepe app এর মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন.  এর জন্য আপনারা আপনার paytm app ওপেন করে সেখানে search করবেন bihar flood বলে. Bihar flood সার্চ করলেই paytm এ bihar flood এর ডোনেশন এর পেজ খুলে যাবে এবং সেখান থেকে আপনারা নিজের সাদ্ধ মত টাকা পাঠাতে পারবেন. কারণ আপনার এই অল্প সাহায্য এখন তাঁদের কাছে বিরাট কিছু.
Flood picture, river flood
River flood

                  JAI HIND 🇮🇳 BANDAMATARAM 🇮🇳
                              🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳



                
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment