science gk in bengali . general science in bengali

science gk in bengali 
general science questions in bengali 
Science gk, general science
General science 

জেনারেল সাইন্স:------


1)মানুষের দেহে ভিটামিন B 12 তৈরি হয়? 
=ক্ষুদ্রান্ত্রে।

2)মহাকাশযানে যে অণুজীব ব্যবহার করা হয় সেটি হল? 
=শৈবাল।

3)small pox রোগ এর ভাইরাস? 
=Variolla virus. 

4)পোলিও রোগের ভাইরাস এর নাম? 
=Entero virus. 

5)তাপের সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো?  
=সোনা।

6)একটা ভাইরাস ঘটিত রোগ? 
=হাম , পোলিও etc. 

7)যে ধাতু জলে দিলে জ্বলে ওঠে সেটি হল? 
=সোডিয়াম।

8)রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়? 
=ইলেকট্রন।

9)পরমাণুর সবচেয়ে হালকা কণাটি হল? 
=ইলেকট্রন

10)একটা বংশ গত রোগ হলো? 
=Hameophilia. 

11)মৃদু আলো শোষণ করে? 
=রড কোষ |

12)ক্ষণ পদ দেখা যাই? 
=amiba এর. 

13)ডটস (DOTS) পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হল? 
= যক্ষা।

14)সিলিয়া হলো আদ্যপ্রাণীর--------
 =গমনাঙ্গ।

 15)এডিপি এর পুরো নাম? 
 =adenosine Diphosphate.

16)সবচেয়ে হালকা অথবা বায়ুর চেয়ে হালকা গ্যাসটি হলো? 
= হাইড্রোজেন।

17)কোন ব্যাকটেরিয়া কোষে অনুপস্থিত? 
 =নিউক্লিয়াস।

 18)bp এর পুরো নাম? 
 =Blood pressure. 

 19)মাছি বাহিত একটা রোগ এর নাম? 
 =kolara, আমাসয় etc. 

20)মানবদেহের ক্ষুদ্রতম কোষ? 
= লিম্ফোসাইট।

21)cl এর উৎস? 
=সাধারণ লবন l

22)বায়ু যে সবদিকে চাপ দেয় সর্বপ্রথম তা প্রমাণ করেন? 
 =অটোভন গেরিক।

23)তাপের সর্বাপেক্ষা কুপরিবাহী ধাতু হলো? 
= রুপো।

24)কার্য এর পরম একক? 
=জুল (si).

25)সবচেয়ে হালকা ধাতু হলো? 
= লিথিয়াম।

 26)জবা,গোলাপ প্রভৃতি ফুলের পাপড়ির বর্ণবৈচিত্রের জন্য দায়ী প্লাস্টিডটির নাম হল? 
= ক্রোমোপ্লাস্ট।

27)অক্সিজেন এর একটি প্রাকৃতিক উৎস প্রক্রিয়া হল? 
 =সালোকসংশ্লেষ।

28)অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? 
= ইনসুলিনকে।

29)সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটি হল? 
 =হিলিয়াম।

30)পরমাণুর নিস্তড়িত কণাটির নাম হল? 
= নিউট্রন

31) 0 মাধ্যম এ শব্দের বেগ কত?
=শুন্য l

32)ড্রাই আইস বলা হয়? 
=শুষ্ক Co2 কে l

33)তড়িৎ পরিবাহী একটি অধাতু হলো? 
=গ্রাফাইট।

34)LASER এর পুরো নাম কি? 
=Light Amplification by Stimulated. 

35)পিঁপড়ে এর কামড়ে জ্বালা করে কেন? 
=ফরমিক এসিড এর জন্য l

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment