কিভাবে নিজের মতন করে ছবি আঁকবেন.
how to make a Picture
<<<[[[নিচের নীল রং এর লেখা গুলো তে click করলে সেই বিষয় এর link তোমরা পেয়ে যাবে ]]]>>>
Drawing picture |
ছবি আঁকা (Drawing ) হল একটি মনের ব্যাপার, আমাদের অনেক সময় অনেক কিছু দেখে সেটাকে নিজের মনের মতন করে আঁকতে মনে হয়, মনে হয় যেন এই বস্তু টা আমি আঁকি কিন্তু মনে হলেও আমরা সেটা সহজে আঁকতে পারি না. কেননা আমরা বেশির ভাগ মানুষ ই ভালো ভাবে ছবি আঁকতে পারি না. ফলে আমাদের মনের আশা মনের ভেতরে থেকে যাই. কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ছবি আঁকাই হাতের থেকে মনের কাজ ই বেশি. সুতরাং আমাদের ভয় পাবার কিছু নেই. ছবি আঁকার জন্য যে বিষয় গুলিতে আমাদের মনোযোগ দিতে হবে সেগুলো ভালোভাবে নিচে দেখে নাও.........
আঁকার জন্য প্রথম এ কোনো বিষয় বস্তু কে ঠিক করা...
প্রথমএ আমি কোন বিষয় বস্তু আঁকবো সেটা আমাকে ঠিক করে নিতে হবে. যেমন যদি আমি কোনো গাছ আঁকই তাহলে আমাকে প্রথম এ ওই গাছটা ভালো ভাবে দেখে নিতে হবে, শুধু দেখে নিলে এ হবে না ওই গাছ টাকে ভালো ভাবে মনের মধ্যে বুনে নিতে হবে. ভালো ভাবে দেখে নিয়ে তারপর শুরু হবে আঁকার কাজ.
Pencil drawing |
আঁকার বিভিন্ন যন্ত্র ঠিক করে রাখা.
আমি কি ছবি আঁকবো সেটা ঠিক করার পরে আমার কাজ হবে ছবি আঁকতে যে সব যন্ত্র পাতি এর দরকার সেগুলো আমাকে জোগাড় করে রাখতে হবে. যেমন -একটা পেপার, একটা বোর্ড (যেটা পেপার ধরে রাখতে পারে ), পেন্সিল, স্কেল, রবার, রং (যদি আমি ছবিটা ওয়াটার কালার এ রং করি তাহলে আমাকে জল রং( যদি আমি অয়েল কালার এ রং করি তাহলে অয়েল কালার )আমাকে জোগাড় করতে হবে.
কাগজ এবং মনের মধ্যে সমন্বয় বিধান :
কোনো কিছু আঁকতে গেলে শুধু মনে সেটা থাকলেই হবে না, বা আমি যা আঁকবো সেটা শুধু কাগজ এর মধ্যে থাকলেই হবে না. মন এবং কাগজ এর মধ্যে সমন্বয় সাধন না হলে ছবি শুধু অঙ্কন করাই হবে, সেটার বাস্তব রূপ ফুটে উঠবে না. সুতরাং ছবি আঁকার সব থেকে মূল বিষয় হলো আমি কি আঁকবো সেটা কাগজ এর মধ্যে ফুটইয়া তোলা. এই মন এবং কাগজ এক সঙ্গে আঁকলে আমাদের ছবি মধুর রং এ আলোকিত হয়ে উঠবে.
color pencil drawing ideas for beginners |
বিষয় টি আঁকার পর মনের মতন করে রং করা....
এতক্ষন তো আমরা কি আঁকবো, কিভাবে আঁকবো এগুলো সব জানলাম এবং ছবি অঙ্কন করলাম. কিন্তু ছবি অঙ্কন করার পর আমরা তো সেটা শুধু অঙ্কন করে ছেড়ে দিই , তাহলে সেটা আমাদের মনকে ছুঁয়ে যেতে পারবে না বরং সেটা একটা মৃত বস্তু হয়ে থেকে যাবে. সেটা আমাদের পক্ষে এক বারেই ভালো নয়.
যদি আমরা এই ছবি টা রং ই না করি তাহলে আমাদের এই আঁকা ফালতু হয়ে যাবে. সুতরাং আমাদের ভালো ভাবে রং এর মাধ্যমে সুন্দর ভাবে ছবিটাকে রূপ দিতে হবে. তবেই আমাদের ছবি মনো মুদ্ধকর হয়ে উঠবে. এবং সেটা সবার কাছে জীবনের রূপ হয়ে উঠবে.
Oil painting |
সুতরাং আমরা এই কথা ভালো ভাবে জানতে পারলাম যে, ছবি আঁকা শুধু কাগজে কলমএ আঁকা নয়. ছবি আঁকা হল মানব জীবনের এক টান - যেটা মনকে সঙ্গে নিয়ে কাগজে কিছুর রূপকএই বোঝাই....................
It was grate
ReplyDeleteReally
DeleteThanks bro
ReplyDelete