how to paint a picture
রং করার নিয়ম
----:ছবি রং করা:----
how to paint a picture |
ছবি কাহাকে বলে :==
চোখে দেখা কোনো বিষয় বা মনে ভাবা কোনো বিষয় কে যখন আমরা খাতায় পেন্সিল এর সাহায্য এ ফুটিয়ে তুলি তখন তাকে ছবি বলে. যেমন ----কোনো দৃশj - যা তুমি দেখছো, কোনো বাড়ি, কোনো পুকুর, নদী -নালা, পাখি, পশু etc.
কোনো ছবি আঁকতে বসার সময় ছবি টাকে ভেবে নিয়ে আঁকার কাজ কমপ্লিট হওয়ার পর সেটাকে রং করতে হয়.কেননা ছবি যদি আমরা শুধু এঁকেই ছেড়ে দিই তাহলে সেটা আমাদের কাছে মনো প্রুত হবে না এবং সেটা দেখতে ভালো ও লাগবে না. সুতরাং আমাদের ছবি টা ভালো ভাবে আঁকার পর তাকে সুন্দর ভাবে রং করতে হবে....
রং করার জন্য প্রয়োজনইও বিষয় :---------
আমরা তো জানলাম যে ছবি আঁকার পর সেটাকে রং করতে হবে, কিন্তু কিভাবে সেটাকে রং করবো সেটা আমাদের জানা নেই, ফলে ছবি রং করতে আমাদের একটু অসুবিধা হয়.
রং করা শিখতে আমাদের কিছু বিষয় এর উপর নজর দিতে হয় :-------
nature drawing pictures |
যেমন :--
1)মন :==
ছবি রং করার জন্য আমি যে বিষয় টি এঁকেছি সেটাকে প্রথম এ আমার মনের মধ্যে রেখে দিতে হবে, যাতে আমি বুঝতে পারি যে ছবি টার রং কি এবং সেই রং কে সাথে নিয়ে এই আমাদের ছবি রং করতে হবে.2)উপযুক্ত ছবি ঠিক করা :==
ছবি আঁকার ক্ষেত্রে আমাকে প্রথম এ একটা উপযুক্ত ছবি ঠিক করে নিতে হবে, নাহলে আমার ছবি রং করা ঠিক হবে না. কারণ আমি প্রথম প্রথম ছবি রং করছি.
3)সহজ ও সরল ছবি নির্ণয় করা :==
প্রথম এ ছবি আঁকার সময় আমাকে একটা সহজ ছবি নির্ণয় করতে হবে. কারণ প্রথম এ ছবি যদি সহজ না হয় তাহলে তা রং করতে অসুবিধা হবে. এবং আমরা সেটা ভালো ভাবে রং করতে পারবো না.
4)রং সম্পর্কে ধারণা :==
ছবি রং করার জন্য আমাদের রং সম্পর্কে সামান্য ধারণা থাকা দরকার. কারণ এই ধারণা এর সাহায্য ই আমরা ছবি টাকে ভালো ভাবে রং করতে পারবো. আর রং সম্পর্কে আমাদের যদি কোনো ধারণা না থাকে তাহলে আমরা ছবিটা কে আমাদের মনো মুখর করে তুলতে পারবো না.
love drawing |
সুতরাং আমাদের শুধু ছবি আঁকলেই হবে না, ছবি টি আঁকার পর সেটাকে ভালো ভাবে রং এর মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে. যদি ছবিটা ভালো ভাবে ফুটে ওঠে তাহলে তা সবার কাছেই প্রাধান্য পাবে. যা আমাদের মনে বাস্তব এর একটা রূপ ফুটিয়ে তুলবে.
Beautiful
ReplyDelete