জীবনে প্রথম কিছু পোস্ট করার অভিগতা,,
আজকে আমি জীবনে প্রথম ওয়েবসাইডএ কিছু লিখতে যাচ্ছি, জানি না কেমন হবে. তবে এটুকু বলতে পারি যে, অভিগতা টা খুব একটা খারাপ নয়.প্রথমে নিজে খুব ভয় ভয় লাগছিলো, কিন্তু কথায় আছে ভয়ের শেষএ জয়ের বারান্দা. তাই এই লেখার মধ্যে দিয়েই যেমন নিজের ভয় কিছুটা কমাতে পারবো, তেমনি অন্য কারো কাছে নিজের অভিগতা ব্যাক্ত করতেও পারবো.
ইতি,
সুমন মন্ডল.
Sai
ReplyDelete