GST কি? পণ্য ও পরিষেবা কর কি ও কেন চালু করা হয়েছে :-------------
Tax |
Gst analysis
PART : 1
এক দেশ, এক কর. কিছু মানুষের মতে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে এই বিলে, আবার কেউ কেউ বলছে এই নীতি স্বাধীনতার পর পরোক্ষ কর ব্যবস্থার সব থেকে বড়ো সংস্কার.------:Gst in bengali:------
GST এর পুরো নাম হল Goods and Services Tax. যার বাংলা প্রতি শব্দ হল পণ্য ও পরিষেবা কর. কিন্তু এই পণ্য ও পরিষেবা কর বা GST আসলে কি তা আমাদের ভালো ভাবে বুঝতে হবে.
Goods কথার অর্থ হল পণ্য. অর্থাৎ যা আমরা দেখতে ও ছুতে পারি. যেমন - মোবাইল, ক্যামেরা, বই, জামা কাপড় etc. এর জন্য আমরা যে ট্যাক্স দিয়ে থাকি.
Services কথার অর্থ হল পরিষেবা. অর্থাৎ যা আমরা দেখতে ও ছুতে পারি না. যেটা আমাদের অনুভব করে নিতে হয়. যেমন - Airline service, বা কোনো হোটেলএ যখন আমরা খেতে যাই তখন আমরা যে ট্যাক্স দিয়ে থাকি, বা বিভিন্ন পরিষেবা এর জন্য আমরা যে ট্যাক্স pay করে থাকি.
আর TAX কথার অর্থ হল কর.যা আমরা সরকার কে দিয়ে থাকি. এবং সরকার এই ট্যাক্স গুলি সাধারণ মানুষের ভালো কাজের জন্য pay করে থাকে.
Income tax |
ট্যাক্স আবার দুই প্রকার :-------
1)ডাইরেক্ট ট্যাক্স . এবং
2)ইনডাইরেক্ট ট্যাক্স.
1)ডাইরেক্ট ট্যাক্স /Direct tax :-- ইনকাম ট্যাক্স হচ্ছে এক প্রকার ডাইরেক্ট ট্যাক্স.
আমরা যা আই করি তা যদি সরকার এর আই এর গন্ডির থেকে বেশি হয় তাহলে আমাদেরকে যে কর সরকার কে সরাসরি দিতে হয় সেটা হল ডাইরেক্ট ট্যাক্স.
2)ইনডাইরেক্ট ট্যাক্স /indirect tax :--
ইনকাম ট্যাক্স এর বাইরে বিভিন্ন ধরণের ট্যাক্স কে ইনডাইরেক্ট ট্যাক্স বলা হয়. অর্থাৎ যে ট্যাক্স আমরা সরাসরি সরকার কে দিই না সেটাই ইনডাইরেক্ট ট্যাক্স.
Gst |
ইনডাইরেক্ট ট্যাক্স বিভিন্ন প্রকার এর হতে পারে. যেমন :-----
1)Sale ট্যাক্স বা বিক্রি কর :-----
কোনো কিছু দ্রব্য বিক্রি করার জন্য আমরা সরকার কে যে ট্যাক্স দিয়ে থাকি তাকে sale ট্যাক্স বলে. Sale ট্যাক্স এক প্রকার ইনডাইরেক্ট ট্যাক্স.
2)service tax বা পরিষেবা কর :------
আমরা যখন কোনো সার্ভিস নিই তখন আমাদের কে যে কর প্রদান করতে হয় তাকে সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর বলে. যেমন --এয়ারলাইন্স পরিষেবা etc.
3)Custom duty :--
আমরা যখন বিদেশ এ কোনো জিনিস বিক্রি করি বা বিদেশ থেকে কোনো দ্রব্য নিয়ে আসি তখন সেই দ্রব্য কেনা - বেচার জন্য যে কর সরকার কে দিতে হয়, তা হল কাস্টম ডিউটি. এটাও এক প্রকার ইনডাইরেক্ট ট্যাক্স.
4)Excise tax :--
যখন কোনো দ্রব্য এই দেশেই উৎপন্ন হয় তখন সেই দ্রব্য উৎপাদনের জন্য আমাদের কে সরকার কে যে ট্যাক্স প্রদান করতে হয়, তাকে Excise ট্যাক্স বলে. এটাও এক ধরনের ইনডাইরেক্ট কর.
আরো বিভিন্ন ধরণের ইনডাইরেক্ট ট্যাক্স আছে যার জন্য আমারা সরকার কে করে প্রদান করে থাকি.
Goods and services tax |
আগে এই সব ইনডাইরেক্ট ট্যাক্স আলাদা ছিল. ফলে একই দ্রব্যের জন্য আলাদা আলাদা কর প্রদান করতে হতো. যার ফলে কর প্রদান এ নানা জটিলতা এর সৃষ্টি হত.
বর্তমানে এই জটিলতা কাটাবার জন্য gst চালু করা হয়েছে. সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স এর পরিবর্তে একটি কর ব্যবস্থা করা হয়েছে. সেটাই হল gst বা goods and services tax বা পণ্য ও পরিষেবা কর.
0 comments:
Post a Comment